শার্শায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ওই দুই ভাই-বোন হলো রেজওয়ান হোসেন (৫) ও মারিয়া খাতুন (৩)। তারা শিকারপুর গ্রামের মো. কামরুজ্জামানের সন্তান।
শিশু দুটির বাবা মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রেজওয়ান ও মারিয়া বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময় পরও তারা বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বেলা ১১টার দিকে পুকুরের পানিতে তাদের দুই ভাই-বোনকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
No comments